1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ী‌তে  নিয়োগ বাণিজ্যের দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষককে অবরুদ্ধ  ফুলছড়িতে স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার গাইবান্ধায় কাঁচা মরিচের কেজি ৩২০ টাকা  গোবিন্দগঞ্জ পৌরসভায় সামান্য বৃষ্টিতে মহাসড়কে হাঁটু পানি,জনদুর্ভোগ ফুলবাড়ীতে শহীদ আবু সাঈদের ছবি সম্বলিত ব্যানারে শেখ হাসিনার নাম ফলক ঢেকে দিলেন শিক্ষার্থীরা সচল হয়েছে ফুলবাড়ী থানা পুলিশের কার্যক্রম  গাইবান্ধা থানার পুলিশী কার্যক্রম শুরু আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও প্রতাপশালী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের খোজ নাই ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, আহত ৩ ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

গোবিন্দগঞ্জ পৌরসভায় সামান্য বৃষ্টিতে মহাসড়কে হাঁটু পানি,জনদুর্ভোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৪২ বার পঠিত

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ প্রতিনিধি,

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহর এলাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটু পানিতে মহাসড়ক ডুবে যাওয়ায় জনদুর্ভোগ বেড়েছে ঢাকা-রংপুর মহাসড়কে চলাচলকারী যানবাহনের। শহরে চলমান সড়ক প্রশস্তকরণ কাজের সময় বিকল্প ব্যবস্থা না থাকায় দুর্ভোগের অন্যতম কারণ বলে মনে করছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত মহাসড়কের ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের কারণে দীর্ঘদিন যাবত গোবিন্দগঞ্জ শহরে কোন সংস্কার করা হয়নি। যে কারণে শহর এলাকায় মহাসড়কে খানা খন্দকগুলো বড় বড় গর্তে  পরিণত হয়েছে।

তার উপর শহরের বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করায় বৃষ্টিতে এই স্থানে কাদা পানি ও রাবিস মহাসড়কের ওপর চলে আসায় প্রায় ৩ কিলোমিটার এলাকা চলাচলের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়েছে। বর্তমানে সামান্য বৃষ্টিতেই এই গর্তে পানি জমে ছোট ছোট ডোবার সৃষ্টি হয়েছে। যে কারণে মহাসড়কে গাড়ি চলে ধীরগতি হচ্ছে। মাঝে মাঝে খানাখন্দক ও গর্তের মধ্যে ভাঙা ইট দিয়ে জোড়াতালি দেয়ায় সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে।

ঢাকা রংপুর মহাসড়কে প্রতিনিয়ত চলাচল করে শত শত বাস, ট্রাক, লরি, কাভার্ড ভ্যান, কার, মাইক্রো, সিএনজি, অটো রিকশাসহ বিভিন্ন রকম যানবাহন। সড়কের এ বেহাল দশায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী, চালকসহ এলাকাবাসীকে। মাঝে মধ্যে ট্রাক, সিএনজি, অটো উল্টে দুর্ঘটনা ঘটছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে,গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে, হাজী ক্লিনিকের সামনে, কৃষি ব্যাংকের সামনে, সোনালী ব্যাংকের সামনে, কল্পনা সুপার মার্কেটের সামনে, বনফুল হোটেলের সামনে, হাইস্কুল মার্কেটের সামনে, রাজমতি মার্কেটের সামনে, জাহানারা মার্কেটের সামনে, সোনালী ব্যাংকের সামনে, রহমানিয়া আবাসিক হোটেলের সামনে সহ প্রায় ২ কি.মি. এলাকা জুড়ে বৃষ্টির কারণে পিচ ও খোয়া উঠে গিয়ে খানা খন্দকে পরিণত হয়েছে।

কৃষি ব্যাংক ও হাইস্কুল মার্কেটের সামনে সবচেয়ে বেশি খানা খন্দকে পরিণত হয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। বাস চালক আফছার আলী বলেন, গোবিন্দগঞ্জ শহরের ভিতর মহাসড়কের বিভিন্ন স্থানে খানা খন্দকের কারণে বাস চালাতে সমস্যা হয়। ধীর গতিতে গর্তের পাশ দিয়ে একে বেকে গাড়ি চালাতে হয়। এতে করে চলাচলে সময় বেশি লাগছে।

অটোচালক ধলু মিয়া বলেন, খানা খন্দক ও উঁচু-নিচুর কারণে অটো চালাতে কষ্ট হয় এবং প্রায়ই অটোর স্প্রিং ভেঙে যাচ্ছে। সপ্তাহে ২/৩ বার এগুলো সারাতে হচ্ছে। এছাড়া মাঝে মধ্যে ছোটখাটো দুর্ঘটনা তো ঘটছেই। দ্রুত গোবিন্দগঞ্জ পৌর শহরের মধ্যে মহাসড়কের বিভিন্ন স্থানের খানা খন্দকগুলো সংস্কার করে যান চলাচলে সুবিধা করে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি সচেতন মহলের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park